চার দফা দাবি আদায়ে ফরিদপুরে কেমিস্ট ও ড্রাগিস্ট সমিতির মানববন্ধন
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে চার দফা দাবি আদায়ে ফরিদপুরে মানববন্ধন করেছে বাংলাদেশ কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতি (বিসিডিএস)। বৃহস্পতিবার (২২ মে) সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত ফরিদপুর প্রেস ক্লাবের সামনে এই কর্মসূচি পালিত হয়।
সমিতির দাবিগুলোর মধ্যে রয়েছে—ঔষধ বিক্রয় কমিশন বৃদ্ধি করা, মেয়াদোত্তীর্ণ ঔষধ দ্রুত ফেরত ও প্রতিস্থাপনের ব্যবস্থা গ্রহণ, সকল নিম্নমানের ওষুধ ও ফুড সাপ্লিমেন্ট বাজার থেকে প্রত্যাহার, এবং দেশের সকল ঔষধের মূল্য সরকার নির্ধারণ করা।
বিসিডিএস-এর ফরিদপুর জেলা শাখার সভাপতি নাজমুল হোসেন লোচনের সভাপতিত্বে এবং সহ-সভাপতি আশরাফুজ্জামান দুলালের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা কমিটির সদস্য মোস্তফা মাহফুজ বুলু, বারাক মডেল ফার্মেসির মালিক নজরুল ইসলাম, চৌধুরী মেডিকেল হলের মালিক কামরুল হাসান চৌধুরী, মুন সার্জিক্যাল অ্যান্ড ফার্মার স্বত্বাধিকারী সৈয়দ আলাওল হোসেন তনু এবং হাফসা মেডিকেল হলের মালিক হাফিজুর রহমান।
বক্তারা বলেন, বিদেশের তুলনায় বাংলাদেশে কেমিস্টদের কমিশন অত্যন্ত কম। বিদেশে যেখানে একজন দোকানদার ৩০ থেকে ৪০ শতাংশ পর্যন্ত কমিশন পান, সেখানে বাংলাদেশে মাত্র ১২ শতাংশ কমিশন দেওয়া হয়। এছাড়াও মেয়াদোত্তীর্ণ ওষুধ ফেরত নেওয়ার ক্ষেত্রে ঔষধ কোম্পানিগুলো নানা অজুহাত দেখিয়ে দায়িত্ব এড়িয়ে চলে।
তারা আরও বলেন, বর্তমানে লাইসেন্সবিহীন দোকান ছাড়াও নামসর্বস্ব হাসপাতাল ও মুদি দোকানগুলোতেও অবাধে ঔষধ বিক্রি হচ্ছে, যা সাধারণ মানুষের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করছে। এ অবস্থায় বক্তারা সকল ঔষধের মূল্য নির্ধারণ, নিম্নমানের ওষুধ উৎপাদন বন্ধ এবং ওষুধ খাতে শৃঙ্খলা ফেরাতে দ্রুত ও কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য সরকারের প্রতি জোর দাবি জানান।
মানববন্ধনে ফরিদপুর জেলার বিভিন্ন উপজেলার ঔষধ ব্যবসায়ীবৃন্দ উপস্থিত থেকে একাত্মতা প্রকাশ করেন।
What's Your Reaction?
জেলা প্রতিনিধি, ফরিদপুরঃ