নয় দশকে উন্নয়নের ছোঁয়া লাগেনি ফরিদপুরের ঐতিহ্যবাহী ১৮ নং জুঁঙ্গুরদী প্রাথমিক বিদ্যালয়ে

ফরিদপুর প্রতিনিধিঃ
May 20, 2025 - 18:30
 0  15
নয় দশকে উন্নয়নের ছোঁয়া লাগেনি ফরিদপুরের ঐতিহ্যবাহী ১৮ নং জুঁঙ্গুরদী প্রাথমিক বিদ্যালয়ে
নয় দশকে উন্নয়নের ছোঁয়া লাগেনি ফরিদপুরের ঐতিহ্যবাহী ১৮ নং জুঁঙ্গুরদী প্রাথমিক বিদ্যালয়ে

ফরিদপুরের নগরকান্দার লস্করদিয়া ইউনিয়নে ১৯৩৮ সালে স্থাপিত ১৮ নং জুঁঙ্গুরদী সরকারি প্রাথমিক বিদ্যালয়টির চেহারা আজও বদলায়নি। নয় দশক পার হলেও উন্নয়নের ছোঁয়া লাগেনি এই ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠানে। নেই একটি সমতল খেলার মাঠ, নেই অ্যাসেম্বলি করার জায়গা, এমনকি শিক্ষার্থীদের নিরাপত্তার জন্য একটি সীমানা প্রাচীরও নির্মিত হয়নি।

বিদ্যালয়টি ব্যস্ততম নগরকান্দা-তালমা সড়কের একেবারে পাশে অবস্থিত। প্রতিদিন স্কুল ছুটির পর ছোট ছোট শিক্ষার্থীরা একসঙ্গে প্রধান সড়কে বেরিয়ে আসে, যেখান দিয়ে চলে ভারী ও হালকা যানবাহনের অবিরাম চলাচল। এর ফলে প্রায়ই ঘটছে ছোটখাটো দুর্ঘটনা। স্থানীয়দের প্রশ্ন—এটি কী কর্তৃপক্ষের দায়িত্বে অবহেলা, না কি চরম ব্যর্থতা?

বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফিরোজা খানম বলেন, “আমি বেশি দিন হয়নি এখানে যোগ দিয়েছি। স্কুলটির একদিকে ব্যস্ত সড়ক, অন্যদিকে অসমতল মাঠ—শিক্ষার্থীরা রীতিমতো ঝুঁকিতে থাকে। মাঠ ভরাট, উর্ধ্বমুখী ভবন নির্মাণ ও সীমানা প্রাচীর তৈরির জন্য আবেদন করেছি। চেষ্টা করছি শিক্ষার পরিবেশ উন্নত করতে।”

উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রওনক আরা জানান, “সীমানা প্রাচীরের জন্য আবেদন ও স্টিমেট প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে পাঠানো হয়েছে। মাঠ ভরাটের বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানানো হয়েছে। বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে।”

জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. মহিউদ্দিন বলেন, “আবেদন ও স্টিমেট পাওয়ার পর দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। বরাদ্দ পাওয়া মাত্রই কাজ শুরু করা যাবে।”

নগরকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা কাফি বিন কবীর বলেন, “নতুন অর্থ বছরের বরাদ্দ এলে টিআর প্রকল্পের আওতায় কাজটি সম্পন্ন করা হবে। আমি না থাকলেও আমার উত্তরসূরি এটি সম্পন্ন করবেন।”

প্রতিষ্ঠার প্রায় ৯০ বছর পরেও যে বিদ্যালয়ে একটি খেলার মাঠ কিংবা নিরাপত্তার সীমানা প্রাচীর নেই, সেটি দেশের প্রাথমিক শিক্ষাব্যবস্থার একটি দুঃখজনক চিত্রই তুলে ধরে। এখন দেখার বিষয়, কত দ্রুত সংশ্লিষ্ট দপ্তর ও প্রশাসন এ সমস্যার সমাধান করে শিক্ষার্থীদের জন্য একটি নিরাপদ ও মানসম্মত শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে পারে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow