মাগুরায় দুদিনব্যাপী লিচু মেলার শুভ উদ্বোধন

মাগুরায় দুদিনব্যাপী লিচু মেলার শুভ উদ্বোধন করা হয়েছে। সদ্য স্বীকৃতিপ্রাপ্ত ভৌগোলিক নির্দেশক (জিআই) পণ্য “মাগুরার হাজরাপুরী লিচু”-এর মৌসুমের প্রথম লিচু সংগ্রহ অনুষ্ঠান ও লিচু মেলা রবিবার (১১ মে) সদর উপজেলার হাজরাপুর ইউনিয়নের ইছাখাদা গ্রামে অনুষ্ঠিত হয়।
ইউনিয়ন পরিষদের সামনে আয়োজিত এই মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন মাগুরার জেলা প্রশাসক মোঃ অহিদুল ইসলাম। ইছাখাদার সাখাওয়াত হোসেনের লিচু বাগানে জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাসিবুল হাসান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মাগুরা জেলা পুলিশ সুপার মিনা মাহমুদা, বিপিএম; জেলা বিএনপির আহ্বায়ক আলী আহমদ; জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক তাজুল ইসলাম এবং নারী উদ্যোক্তা জেসমিন ফারজানা প্রমুখ।
সভায় জানানো হয়, মাগুরা সদর উপজেলার হাজরাপুর অঞ্চলে উৎপাদিত লিচুর বিশেষ গুণগত মান ও স্বাতন্ত্র্যের কারণে ৯ আগস্ট ২০২৩ তারিখে জেলা প্রশাসক “মাগুরার হাজরাপুরী লিচু”কে জিআই পণ্যের জন্য আবেদন করেন। দীর্ঘ যাচাই-বাছাই শেষে ৩০ জুন ২০২৪ তারিখে এই লিচুকে ৩৭ নম্বর জার্নালে তালিকাভুক্ত করা হয় এবং ২৫ এপ্রিল ২০২৫ তারিখে আনুষ্ঠানিকভাবে ভৌগোলিক নির্দেশক (GI) নিবন্ধন প্রদান করা হয়।
বক্তারা বলেন, “এই স্বীকৃতি মাগুরাবাসীর জন্য গর্বের বিষয়। এই লিচুর খোসা পাতলা, রসালো, সুস্বাদু এবং মিষ্টি ঘ্রাণযুক্ত। কাঁচা অবস্থায় সবুজ এবং পাকার পর মেজেন্ডা রঙ ধারণ করে। গাছের রোগ প্রতিরোধ ক্ষমতাও বেশি।” মে মাসের শুরুতেই এ জাতের লিচু সংগ্রহ শুরু হয়।
আলোচনার পর হাজরাপুর ইউনিয়ন পরিষদের সামনে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে লিচু মেলার উদ্বোধন করা হয়। মেলায় হাজরাপুর, হাজীপুর, মির্জাপুর, রাঘবদাইড়, শিবরামপুর ও নড়ইহাটি গ্রামের লিচু চাষীরা তাদের উৎপাদিত বিভিন্ন জাতের লিচু নিয়ে প্রদর্শনীতে অংশগ্রহণ করেন।
এ আয়োজন কৃষি ও সংস্কৃতির এক অনন্য মেলবন্ধন হিসেবে মাগুরাবাসীর মাঝে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে।
What's Your Reaction?






