যতদিন মানবতা থাকবে, ততদিন রবীন্দ্রনাথ ঠাকুরও প্রাসঙ্গিক থাকবেন

রবীন্দ্রনাথ ঠাকুরের প্রাসঙ্গিকতা কখনোই সময়ের গর্ভে হারিয়ে যায় না। কারণ তিনি শুধু সাহিত্যের জন্যই লেখেননি, বরং মানবতা, সমাজ, এবং মানুষের মনের গভীরতম অনুভূতিগুলোকে তুলে ধরেছেন তাঁর রচনায়। তাই মানবতা যতদিন বেঁচে থাকবে, রবীন্দ্রনাথও ততদিন চিরজীবী হয়ে থাকবেন। তাঁর কবিতা, গল্প, নাটক ও উপন্যাস এখনও পাঠকের হৃদয়ে দাগ কাটে। কবিগুরু ছিলেন একজন প্রকৃত বিশ্বনাগরিক, যিনি পূর্ব-পশ্চিমের সেতুবন্ধন তৈরি করে বাংলা ভাষা ও সাহিত্যকে নিয়ে গেছেন বিশ্বদরবারে।
৮ মে (২৫ বৈশাখ) বৃহস্পতিবার সন্ধ্যায় নওগাঁর আত্রাই উপজেলার পতিসরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৪তম জন্মজয়ন্তী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন।
"রবীন্দ্রনাথ ও বাংলাদেশ" শীর্ষক তিন দিনব্যাপী এ অনুষ্ঠানে ছিল আলোচনা সভা, রবীন্দ্রসংগীত, কবিতা পাঠ, নাট্য মঞ্চায়ন এবং সাংস্কৃতিক পরিবেশনা।
অনুষ্ঠানের উদ্বোধন করেন রাজশাহী বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহমেদ এনডিসি। সভাপতিত্ব করেন নওগাঁ জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ সাফিউল সারোয়ার বিপিএম। আলোচক ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর ড. ইফতিখারুল আলম মাসউদ, বগুড়া সরকারি মুজিবুর রহমান মহিলা কলেজের অধ্যক্ষ ড. মো. বেলাল হোসেন, নওগাঁ সরকারি কলেজের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ শামসুল আলম এবং মনিয়ারী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এসএম ফারুক বখত প্রমুখ।
What's Your Reaction?






