ফরিদপুরের আলফাডাঙ্গায় ৭৫ জেলেকে বিকল্প কর্মসংস্থানে বকনা বাছুর বিতরণ

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় ২০২৪-২৫ অর্থ বছরে দেশীয় প্রজাতির মাছ ও শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্পের আওতায় বিকল্প কর্মসংস্থান সৃষ্টির জন্য ৭৫ জন নিবন্ধিত জেলেকে বকনা বাছুর বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (২০ মে) সকাল ১১টায় উপজেলা মৎস্য দপ্তরের বাস্তবায়নে উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত এক অনুষ্ঠানের মাধ্যমে এসব বাছুর হস্তান্তর করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসেল ইকবাল প্রধান অতিথির বক্তব্যে বলেন, মৎস্য শিকার নিষিদ্ধ সময়কালে বেকার জেলেরা যাতে বিকল্প কর্মসংস্থানের মাধ্যমে অর্থ উপার্জন করতে পারে, সেই উদ্দেশ্যেই সরকারের পক্ষ থেকে এ উপকরণ বিতরণ করা হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, বাছুরগুলো সঠিক লালনপালন ও পরিচর্যার মাধ্যমে প্রত্যেক জেলে স্বাবলম্বী হতে পারবেন।
উপজেলা মৎস্য কর্মকর্তা শাহ মো. শাহারিয়ার জামান সাবুর সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলা কৃষি কর্মকর্তা তুষার সাহা, উপজেলা প্রেসক্লাব সভাপতি আলমগীর কবীর, মৎস্য অফিসের প্রধান অফিস সহকারী মো. রিফাত মিয়া প্রমুখ বক্তব্য দেন।
উপকরণ পেয়ে বুড়াইচ ইউনিয়নের টিকরপারা গ্রামের বিজয় মালো (৪৭) এবং গোপালপুর ইউনিয়নের পবনবেগ গ্রামের নির্মল চন্দ্র বিশ্বাস (৪৯) স্বস্তি প্রকাশ করে বলেন, বাছুর গরু বড় হলে দুধ বিক্রি ও বংশ বিস্তারের মাধ্যমে আয় বৃদ্ধি সম্ভব হবে, যা তাদের সংসারে নতুন সম্ভাবনার দ্বার খুলে দেবে।
উপজেলা মৎস্য কর্মকর্তা জানান, উপজেলার ছয়টি ইউনিয়ন ও পৌরসভার ৭৫ জন জেলেকে ১টি করে বকনা বাছুর দেওয়া হয়েছে, যার প্রতিটির ক্রয়মূল্য ৪০ হাজার টাকা। তিনি আরও জানান, প্রান্তিক জেলেদের ভাগ্য উন্নয়নের লক্ষ্যে বিকল্প কর্মসংস্থানের জন্য সরকারের এই উদ্যোগ খুবই গুরুত্বপূর্ণ।
What's Your Reaction?






