লামা-আলীকদমে ৫ শতাধিক পরিবারকে গবাদিপশু, সেলাই মেশিন ও নগদ সহায়তা প্রদান

বান্দরবানের লামা ও আলীকদম উপজেলায় ৫ শতাধিক পরিবারকে গবাদিপশু, ফলদ বৃক্ষচারা, সেলাই মেশিন ও নগদ অর্থ সহায়তা দিয়েছেন পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক থান জামা লুসাই। শুক্রবার (২৫ জুলাই) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এসব সহায়তা প্রদান কার্যক্রম চলে।
আলীকদম উপজেলায় সকাল ১১টায় প্রায় সাড়ে তিন শতাধিক পরিবারকে এসব উপকরণ হস্তান্তরের মধ্য দিয়ে কর্মসূচির সূচনা করেন চেয়ারম্যান। এরপর বিকেল ৪টায় লামা আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে গরু, ছাগল, শুকর ও ফলদ চারা বিতরণ করেন তিনি। বিকেল ৫টায় লামা উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে নারীদের মাঝে মাতৃত্বকালীন নগদ সহায়তা ও সেলাই মেশিন বিতরণ করা হয়।
অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্যে অধ্যাপক থান জামা লুসাই বলেন, “পার্বত্য চট্টগ্রামের প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়নকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে জেলা পরিষদ। কৃষক ও পাহাড়ি জনগণ যেন আত্মনির্ভরশীল হতে পারে, সে লক্ষ্যে গবাদিপশু ও ফলদ চারা বিতরণ করা হচ্ছে।”
তিনি আরও বলেন, স্থানীয় পর্যটন উন্নয়নের জন্য মিরিঞ্জা এলাকায় ২ কিলোমিটার সড়ক নির্মাণ, পর্যটন কমপ্লেক্সে নতুন আসবাবপত্র, ৪টি ইকো-জুমঘর, উপজেলা কমপ্লেক্সের বাউন্ডারি নির্মাণ, শফিক উদ্দিন স্কুল ভবনের সংস্কার ও লামা বালিকা বিদ্যালয়ের বাউন্ডারি ওয়াল নির্মাণের প্রতিশ্রুতি দেন।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মঈন উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদ নির্বাহী কর্মকর্তা, সদস্য এডভোকেট মোঃ আবুল কালাম, মোঃ সাইফুল ইসলাম রিমন, নির্বাহী প্রকৌশলী (ভারপ্রাপ্ত) লেলিন চাকমা, বিএনপি নেতা আমির হোসেন, আবদুর রব, জাকির হোসেন মজুমদার প্রমুখ।
এদিন বিদ্যালয় প্রাঙ্গণে ফলদ বৃক্ষের চারা রোপণের মাধ্যমে পরিবেশবান্ধব উন্নয়নের বার্তাও দেন পরিষদ চেয়ারম্যান।
What's Your Reaction?






