সাভার-রূপগঞ্জে মোবাইল কোর্টের অভিযানে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও অর্থদণ্ড

জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের মোবাইল কোর্টের নেতৃত্বে সোমবার (১৪ জুলাই) সাভার ও রূপগঞ্জ এলাকায় একযোগে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন এবং মোটা অংকের অর্থদণ্ড আরোপ করা হয়। এসব অভিযানে অবৈধ শিল্প ও আবাসিক গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করার পাশাপাশি কোটি টাকার গ্যাস চুরি রোধ করা হয়েছে, যা সরকারের রাজস্ব আদায়ে বড় ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
সাভার আঞ্চলিক বিক্রয় বিভাগের আওতাধীন বলিয়ারপুর, হেমায়েতপুর, ঝৃষিপাড়া, বাগবাড়ী ও তেঁতুলঝোড়া এলাকায় পরিচালিত অভিযানে মোট ৩টি অবৈধ শিল্প সংযোগ বিচ্ছিন্ন করা হয়। অভিযানে ৫৫০ ফুট অবৈধ সার্ভিস লাইন উচ্ছেদ এবং ৪৮০ ফুট পাইপ অপসারণ করা হয়েছে। এতে আনুমানিক ২০ লাখ ৭০ হাজার ৭৬৯ টাকা মাসিক গ্যাস চুরি রোধ করা সম্ভব হয়েছে। অভিযানে জড়িত প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে মোট ৪ লাখ টাকা অর্থদণ্ড আরোপ করা হয়।
অভিযানে উল্লেখযোগ্য ছিল বলিয়ারপুরের টেকেরবাড়ির কে এস ফ্যাশন এন্ড ওয়াশিং প্ল্যান্ট, যেখানে সপ্তমবারের মতো অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এ সময় ২০০ ফুট ১ ইঞ্চি পাইপ উচ্ছেদ করা হয় এবং আনুমানিক ৫ লাখ ১৭ হাজার ৩৬৯ টাকা গ্যাস চুরি রোধ করা সম্ভব হয়েছে। প্রতিষ্ঠানটিকে ২ লাখ টাকা জরিমানা করা হয়।
অন্যদিকে, হেমায়েতপুরে মেসার্স লেটেস্ট ওয়াশিং প্ল্যান্ট থেকে ১০ ফুট ১ ইঞ্চি পাইপ অপসারণ করা হয়, যা দিয়ে আনুমানিক ১২ লাখ ৮২ হাজার ৬৪৩ টাকার গ্যাস চুরি হতো। প্রতিষ্ঠানটিকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
এছাড়া, হেমায়েতপুরের মেসার্স এ ওয়ান ডিজাইন নামের একটি ওয়াশিং কারখানায় মিটারবিহীন আবাসিক সংযোগ থেকে অবৈধভাবে গ্যাস সরবরাহ করা হচ্ছিল। এখান থেকে ১০০ ফুট পাইপ অপসারণ করা হয়, যার মাধ্যমে আনুমানিক ২ লাখ ৭০ হাজার ৭৫৬ টাকার গ্যাস চুরি রোধ করা সম্ভব হয়েছে। প্রতিষ্ঠানটিকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
এদিকে, রূপগঞ্জ আঞ্চলিক বিক্রয় বিভাগের আওতায় আতলাসপুর এলাকায় পরিচালিত অভিযানে বিপুল সংখ্যক অবৈধ আবাসিক গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। দুটি পৃথক স্থানে পরিচালিত এই অভিযানে প্রথম স্পটে প্রায় ২০০ বাড়ির ৪০০ চুলার গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয় এবং ১০ ফুট ২ ইঞ্চি পাইপ উচ্ছেদ করা হয়। দ্বিতীয় স্পটে ৩৫০ বাড়ির ৬০০ চুলার সংযোগ বিচ্ছিন্ন এবং ৭০ ফুট পাইপ অপসারণ করা হয়।
উভয় স্পটেই বিচ্ছিন্নকৃত পাইপলাইন উৎসস্থল থেকে কিলিং ও ক্যাপিং করা হয়েছে যাতে ভবিষ্যতে অবৈধভাবে পুনঃসংযোগ স্থাপন না করা যায়।
জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অধীন তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানিয়েছে, গ্যাস খাতে শৃঙ্খলা বজায় রাখতে এবং অবৈধ সংযোগের বিরুদ্ধে তাদের নিয়মিত অভিযান চলমান থাকবে।
What's Your Reaction?






