রোয়াংছড়িতে জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়নে গণ-সমাবেশ

জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় সচেতনতা এবং নারীর ক্ষমতায়ন বিষয়ে বান্দরবানের রোয়াংছিতে এক গণ-সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৬ মে) রোয়াংছি উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানের আয়োজন করে গ্রাম উন্নয়ন সংগঠন (গ্রাউস)। সহযোগিতা করে মানুষের জন্য ফাউন্ডেশন, আর্থিক সহায়তা প্রদান করে অ্যাম্বেসি অব সুইডেন।
‘কমিউনিটি ভিত্তিক জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন (সিআরইএ)’ প্রকল্পের আওতায় আয়োজিত এ সমাবেশে সভাপতিত্ব করেন প্রকল্পের কো-অর্ডিনেটর অম্লান চাকমা এবং সঞ্চালনায় ছিলেন প্রকল্প ব্যবস্থাপক মংবাথুই মারমা।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, “পার্বত্য চট্টগ্রামের আদিবাসীদের নিজস্ব সামাজিক প্রথা রয়েছে। তবে বাল্যবিবাহ রাষ্ট্রীয় আইনে দণ্ডনীয় অপরাধ। এর বিরুদ্ধে সামাজিক ও প্রশাসনিক উভয় পর্যায়ে উদ্যোগ নিতে হবে।” তিনি আরও বলেন, “২০ বছর আগের বনজ সম্পদ ধ্বংসের ফলে আজ প্রকৃতি বিপর্যস্ত। নদী-ঝিরিতে পানি হ্রাস পাচ্ছে। জলবায়ু সহনশীলতার জন্য বৃক্ষরোপণে সবাইকে অংশ নিতে হবে।”
বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ এহসানুল হক, রোয়াংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মঞ্জুর হোসেন এবং কৃষি অধিদপ্তরের উপ-সহকারী কর্মকর্তা শুব্রত দাশ।
সমাবেশে আরও বক্তব্য দেন বটতলী পাড়া ইয়ুথ দলের সাধারণ সম্পাদক মিনাদেবী তঞ্চঙ্গ্যা, ওয়াগয় পাড়া কিশোরী দলের দলনেতা নিকারানী তঞ্চঙ্গ্যা, বটতলী পাড়া কিশোরী দলের সদস্য শ্রীমন্তি তঞ্চঙ্গ্যা, বিজয় পাড়া নারী দলের সাধারণ সম্পাদক বেবী তঞ্চঙ্গ্যা, জামাচন্দ্র পাড়া নারী দলের কোষাধ্যক্ষ সেলিনা তঞ্চঙ্গ্যা এবং সাধারণ সম্পাদক জুরদেবী তঞ্চঙ্গ্যা।
অনুষ্ঠানে গ্রাউস-এর একাউন্টস ও অ্যাডমিন অফিসার হৈমন্তী চাকমা, প্রকল্পের উন্নয়নকর্মী সুমনা তঞ্চঙ্গ্যা এবং আলেক্ষ্যং ইউনিয়নের প্রায় ২০০ জন কিশোরী দলের নেতা ও সদস্য অংশ নেন।
What's Your Reaction?






