রাবিতে জুলাই গণঅভ্যুত্থানের স্মরণে শোভাযাত্রা ও আলোচনা সভা

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) নারী অগ্রযাত্রা ও ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানের স্মরণে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগে আজ সোমবার (১৪ জুলাই) সকাল ১০টা ১০ মিনিটে প্রশাসন ভবনের সামনে থেকে শোভাযাত্রা শুরু হয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ শেষে সিনেট ভবনের সামনে গিয়ে শেষ হয়।
পরে সিনেট ভবনে শুরু হয় আলোচনা সভা, যেখানে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীসহ প্রায় পাঁচ শতাধিক মানুষ অংশ নেন।
আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. সালেহ্ হাসান নকীব। বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মোহাম্মদ মাঈন উদ্দিন, উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর ড. মো. ফরিদ উদ্দিন খান, কোষাধ্যক্ষ প্রফেসর ড. মো. মতিয়ার রহমান এবং ভারপ্রাপ্ত রেজিস্ট্রার প্রফেসর ড. মো. ইফতিখারুল আলম মাসউদ।
বক্তারা বলেন, জুলাই গণঅভ্যুত্থানে নারীদের সাহসী ও বলিষ্ঠ ভূমিকা বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম ও গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাসে অনন্য দৃষ্টান্ত হয়ে আছে। বক্তারা আরও বলেন, বর্তমান বাংলাদেশেও নারীরা শিক্ষা, প্রশাসন, রাজনীতি, অর্থনীতি ও সমাজের বিভিন্ন ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদান রাখছেন। নারী ক্ষমতায়ন ও উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে রাজশাহী বিশ্ববিদ্যালয় অগ্রণী ভূমিকা পালন করবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তারা।
সভা শেষে বক্তারা নারীর প্রতি শ্রদ্ধা, সমতা ও মানবিক চেতনা সমাজে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান।
What's Your Reaction?






