ভূমিসেবা সহজীকরণের অঙ্গীকারে থানচিতে ভূমি মেলা ও আলোচনা সভা

বান্দরবানের থানচি উপজেলায় জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে অনুষ্ঠিত হলো ভূমি মেলা ও আলোচনা সভা। রবিবার (২৫ মে) সকাল থেকে উপজেলা পরিষদ চত্বরে তিনদিনব্যাপী এ মেলার সূচনা হয়। অনুষ্ঠানটির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী কমিশনার (ভূমি) (অ:দা:) মোহাম্মদ আব্দুল্লাহ-আল-ফয়সাল। উদ্বোধনের আগে একটি বর্ণাঢ্য র্যালি উপজেলার গুরুত্বপূর্ণ সড়কসমূহ প্রদক্ষিণ করে।
“নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি, নিজের জমি সুরক্ষিত রাখি”—এই প্রতিপাদ্যে আয়োজিত মেলায় সভাপতিত্ব করেন ইউএনও মোহাম্মদ আব্দুল্লাহ-আল-ফয়সাল। তিনি বলেন, দেশের বিভিন্ন আদালতে প্রায় ৮০ ভাগ মামলাই ভূমি-সংক্রান্ত। এই জটিলতা দিন দিন বাড়ছে। নাগরিকদের সচেতনতা বৃদ্ধি পেলে এবং ডিজিটাল ভূমিসেবা সহজলভ্য হলে সৃষ্ট গৃহবিবাদসহ অন্যান্য সমস্যা অনেকাংশে কমে যাবে। তিনি আরও বলেন, নাগরিকত্বের সুরক্ষার জন্য ভূমি, নদী ও মানবসম্পদের সঠিক ব্যবহার নিশ্চিত করতে হবে এবং এর সূচনা হওয়া উচিত পরিবার থেকেই।
উপজেলা ভূমি অফিসের আয়োজনে তিনদিনব্যাপী এ মেলায় রয়েছে—ভূমি সেবা সংক্রান্ত স্টল প্রদর্শনী, ই-নামজারি আবেদন গ্রহণ ও তাৎক্ষণিক নিষ্পত্তি, অনলাইনে ভূমি উন্নয়ন কর পরিশোধ, খাস জমি বন্দোবস্ত আবেদন গ্রহণ, এলএ পেমেন্ট কেস নিষ্পত্তি ও ক্ষতিপূরণ প্রদান, ভিপি লিজ নবায়ন আবেদন ও নিষ্পত্তি, খতিয়ানের অনলাইন কপি সরবরাহ, মৌজা ম্যাপ ডাক বিভাগের মাধ্যমে বিতরণ, জরিপ কার্যক্রমভিত্তিক সেবা, বন্দোবস্তপ্রাপ্ত খাস জমির কবুলিয়ত ও দলিল হস্তান্তর, সিটিজেন চার্টার অনুযায়ী সেবা প্রদর্শন, সরাসরি সেবা প্রদান ও জিজ্ঞাসার উত্তর প্রদান।
মেলার প্রথম দিনেই জনগণের সরাসরি অংশগ্রহণে গণশুনানির আয়োজন করা হয়। এ সময় উপস্থিত জনগণ তাদের অভিযোগ ও মতামত জানালে সংশ্লিষ্ট কর্মকর্তারা তাৎক্ষণিকভাবে সেসব বিষয়ের নিষ্পত্তি করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন থানচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাছির উদ্দিন মজুমদার, থানচি কলেজের অধ্যক্ষ ধমিনিক ত্রিপুরা, যুব উন্নয়ন কর্মকর্তা খালেদ মোহাম্মদ মোজাহিদ হোসেন, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের কর্মকর্তা রহিদুর রহমান মৃধা, পল্লী সঞ্চয় ব্যাংকের ম্যানেজার জমির উদ্দিনসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, মৌজা হেডম্যান, পাড়ার কারবারি, স্কুলের শিক্ষক-শিক্ষার্থী এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
মেলার দ্বিতীয় দিনে শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। তিনদিনব্যাপী এই মেলার সমাপ্তি ঘটবে আগামী মঙ্গলবার (২৭ মে)।
What's Your Reaction?






