কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রে সচল ৫টি ইউনিট, বিদ্যুৎ উৎপাদন ২১২ মেগাওয়াট

রিপন মারমা, কাপ্তাই প্রতিনিধি, রাঙ্গামাটিঃ
Jul 10, 2025 - 22:32
 0  4
কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রে সচল ৫টি ইউনিট, বিদ্যুৎ উৎপাদন ২১২ মেগাওয়াট

রাঙামাটির কাপ্তাইয়ে কর্ণফুলী পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের (কপাবিকে) ৫টি ইউনিট একযোগে চালু করা হয়েছে। এতে বৃহস্পতিবার (১০ জুলাই) সকাল পর্যন্ত সর্বোচ্চ ২১২ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক প্রকৌশলী মাহমুদ হাসান জানান, গত বুধবার (৯ জুলাই) রাত ৮টায় কেন্দ্রের সবকটি ইউনিট একসাথে চালু করা হয়। এরমধ্যে ১ ও ২ নম্বর ইউনিট থেকে প্রতিটি ৪৬ মেগাওয়াট করে ৯২ মেগাওয়াট এবং ৩, ৪ ও ৫ নম্বর ইউনিট থেকে প্রতিটি ৪০ মেগাওয়াট করে ১২০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হয়।

কেন্দ্রের কন্ট্রোল রুমে দায়িত্বরত প্রকৌশলীরা জানান, সাম্প্রতিক সময়ে রাঙামাটিসহ আশপাশের এলাকায় টানা ভারি বৃষ্টিপাতে কাপ্তাই লেকে পানির পরিমাণ বেড়েছে। বুধবার রাত ৮টা পর্যন্ত লেকে পানির স্তর ছিল ৯৬.৪১ ফুট (মীন সি লেভেল), যেখানে রুলকার্ভ অনুযায়ী এই সময় পানি থাকার কথা ৮৫.২৮ ফুট। লেকের সর্বোচ্চ ধারণক্ষমতা ১০৮ ফুট।

তাঁরা আরও জানান, পানির প্রাপ্যতা থাকায় দীর্ঘদিন পর ৫টি ইউনিট একযোগে চালু করা সম্ভব হয়েছে। এর আগে চলতি বছরের ২ জুন থেকে টানা ৪টি ইউনিট চালু থাকলেও, বুধবার রাত থেকে চালু করা হয়েছে সবগুলো ইউনিট। বর্তমানে উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow