এসএসসি পরীক্ষায় পাসের হার কমেছে, অকৃতকার্য ৬ লাখের বেশি শিক্ষার্থী

সারা দেশে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। এ বছর পাসের হার ৬৮ দশমিক ৪৫ শতাংশ। অর্থাৎ পরীক্ষায় অংশ নেওয়া প্রায় ১৯ লাখ শিক্ষার্থীর মধ্যে ৬ লাখ ৬৬০ জন অকৃতকার্য হয়েছে।
আজ বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুরে শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আনুষ্ঠানিকভাবে ফল হস্তান্তর করেন। এরপর ঢাকা শিক্ষাবোর্ডের চেয়ারম্যান ও আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক ড. খন্দকার এহসানুল কবির ফলাফল ঘোষণা করেন।
এ বছর ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ড মিলিয়ে ৩ হাজার ৭১৪টি কেন্দ্রে ৩০ হাজার ৮৮টি শিক্ষাপ্রতিষ্ঠানের ১৯ লাখ ৪ হাজার ৮৬ জন শিক্ষার্থী এসএসসি ও সমমান পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে উত্তীর্ণ হয়েছে ১৩ লাখ ৩ হাজার ৪২৬ জন। বাকি ৬ লাখ ৬৬০ জন শিক্ষার্থী উত্তীর্ণ হতে পারেনি।
সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষায় অংশ নেয় ১৪ লাখ ৭৯ হাজার ৩১০ জন শিক্ষার্থী। এর মধ্যে উত্তীর্ণ হয়েছে ১০ লাখ ৬ হাজার ৫৫৪ জন। অকৃতকার্য হয়েছে ৪ লাখ ৭২ হাজার ৭৫৬ জন।
কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষায় অংশ নেয় ১ লাখ ৩৮ হাজার ২০৪ জন শিক্ষার্থী। পাস করেছে ১ লাখ ১ হাজার ৭৫৭ জন, আর উত্তীর্ণ হতে পারেনি ৩৬ হাজার ৪৪৭ জন।
মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষায় অংশ নেয় ২ লাখ ৮৬ হাজার ৫৭২ জন শিক্ষার্থী। এর মধ্যে পাস করেছে ১ লাখ ৯৫ হাজার ১১৫ জন। বাকি ৯১ হাজার ৪৫৭ জন শিক্ষার্থী অকৃতকার্য হয়েছে।
ফলাফলের এই নিম্নমুখী প্রবণতা নিয়ে শিক্ষাবিদ ও অভিভাবকদের মাঝে উদ্বেগ তৈরি হয়েছে। বিশেষজ্ঞদের মতে, পাসের হার হ্রাসের পেছনে পাঠদান পদ্ধতি, শ্রেণিকক্ষে উপস্থিতি, ডিজিটাল বিভাজন এবং পরীক্ষার কাঠামোর পরিবর্তন অন্যতম কারণ হতে পারে।
What's Your Reaction?






