এসএসসি পরীক্ষায় পাসের হার কমেছে, অকৃতকার্য ৬ লাখের বেশি শিক্ষার্থী

নিজস্ব প্রতিবেদকঃ
Jul 10, 2025 - 17:59
 0  2
এসএসসি পরীক্ষায় পাসের হার কমেছে, অকৃতকার্য ৬ লাখের বেশি শিক্ষার্থী

সারা দেশে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। এ বছর পাসের হার ৬৮ দশমিক ৪৫ শতাংশ। অর্থাৎ পরীক্ষায় অংশ নেওয়া প্রায় ১৯ লাখ শিক্ষার্থীর মধ্যে ৬ লাখ ৬৬০ জন অকৃতকার্য হয়েছে।

আজ বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুরে শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আনুষ্ঠানিকভাবে ফল হস্তান্তর করেন। এরপর ঢাকা শিক্ষাবোর্ডের চেয়ারম্যান ও আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক ড. খন্দকার এহসানুল কবির ফলাফল ঘোষণা করেন।

এ বছর ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ড মিলিয়ে ৩ হাজার ৭১৪টি কেন্দ্রে ৩০ হাজার ৮৮টি শিক্ষাপ্রতিষ্ঠানের ১৯ লাখ ৪ হাজার ৮৬ জন শিক্ষার্থী এসএসসি ও সমমান পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে উত্তীর্ণ হয়েছে ১৩ লাখ ৩ হাজার ৪২৬ জন। বাকি ৬ লাখ ৬৬০ জন শিক্ষার্থী উত্তীর্ণ হতে পারেনি।

সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষায় অংশ নেয় ১৪ লাখ ৭৯ হাজার ৩১০ জন শিক্ষার্থী। এর মধ্যে উত্তীর্ণ হয়েছে ১০ লাখ ৬ হাজার ৫৫৪ জন। অকৃতকার্য হয়েছে ৪ লাখ ৭২ হাজার ৭৫৬ জন।

কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষায় অংশ নেয় ১ লাখ ৩৮ হাজার ২০৪ জন শিক্ষার্থী। পাস করেছে ১ লাখ ১ হাজার ৭৫৭ জন, আর উত্তীর্ণ হতে পারেনি ৩৬ হাজার ৪৪৭ জন।

মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষায় অংশ নেয় ২ লাখ ৮৬ হাজার ৫৭২ জন শিক্ষার্থী। এর মধ্যে পাস করেছে ১ লাখ ৯৫ হাজার ১১৫ জন। বাকি ৯১ হাজার ৪৫৭ জন শিক্ষার্থী অকৃতকার্য হয়েছে।

ফলাফলের এই নিম্নমুখী প্রবণতা নিয়ে শিক্ষাবিদ ও অভিভাবকদের মাঝে উদ্বেগ তৈরি হয়েছে। বিশেষজ্ঞদের মতে, পাসের হার হ্রাসের পেছনে পাঠদান পদ্ধতি, শ্রেণিকক্ষে উপস্থিতি, ডিজিটাল বিভাজন এবং পরীক্ষার কাঠামোর পরিবর্তন অন্যতম কারণ হতে পারে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow